次に

自動再生

সফট টিস্যু সারকোমা | Soft Tissue Sarcoma in Bengali |

1 ビュー • 07/09/23
シェア
埋め込む
administrator
administrator
加入者
0

সারকোমা অন্যান্য সকল ক্যান্সারের মতনই, কিন্তু প্রাথমিকভাবে এটি সনাক্ত করা গেলে এর চিকিৎসা খুবই ফলপ্রসূ হতে পারে। অন্য দিকে, এটি যদি মেটাস্ট্যাটিক স্টেজে সনাক্ত করা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ।’’


আপনি হয়তো কখনোই সারকোমার ব্যাপারে শোনেননি, কেননা এটি সচরাচর কারো হয় না। কিন্তু, এতে আক্রান্ত হয়ে মৃত্যুর হার আশঙ্কাজনকভাবে অনেক বেশি। পরিসংখ্যানে দেখা যায় যে, এতে আক্রান্ত হয়ে প্রতি বছর 5,270 জন মানুষ মৃত্যু বরণ করে এবং 1.5 মিলিয়ন মানুষের মধ্যে কেবলমাত্র 12,750 জনের ক্ষেত্রে এটি সনাক্ত করা সম্ভব হয়েছে। এধরণের ক্যান্সারের ব্যাপারে সবার মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জুলাই মাসটিকে সারকোমা মাস হিসেবে আখ্যায়িত করা হয়েছে।


কানেক্টিভ টিস্যু বা সংযোজক টিস্যুর ক্যান্সারকে সাধারণ অর্থে সারকোমা বলা হয়। মূলত সারকোমা বিভিন্ন ধরণের হয়ে থাকে যা ভিন্ন ভিন্ন স্থানে বিস্তার লাভ করতে পারে, যেমন- হাড়ের কোষ, কারটিলেজ, রক্তনালী এবং স্টেম কোষ। এই ক্যান্সারটিকে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়, যা হল- বোন বা হাড়ের সারকোমা এবং সফট টিস্যু সারকোমা।

もっと見せる
0 コメント sort 並び替え
フェイスブックのコメント

次に

自動再生